পাহাড়ের দল রাগ করে চোখ মেলে,
সেসব রাগ কি পড়তে পারিস তুই?
প্রান্তরে শুধু শীতঘুমে রাজধানী,
অচেনা শহর আঁকতে পারিস তুই?
প্রান্তরে দেখি যূথতার অপচয়,
রং জমে যায় মিনার্ভার দুই গালে,
রং জল হয়ে, পানের পাতায় মোড়া,
চিবুকের খাঁজে পাস যে মাটির স্বাদ,
সেই মাটি যদি ভালোবেসে বলে ফেলে,
সেই বলে ফেলা মানতে পারিস তুই?
Comments
Post a Comment