বিপাশা-২

সরল হয়ে দেখছি আরো সরল বৃন্দাবন-
আনাচকানাচ বিহ্বলতা, মেছুনি গাঁয়ের পাখপাখালি,
পোষ মানলো বৃদ্ধ যখন, তোর কেন আর মন হলো না?

বৃদ্ধকে আজ ডুবিয়ে দে তুই চিল্কাতে।
জংলা সকাল, বৃষ্টি বিকেল, বসছে তারে আধভেজা কাক,
পাতাল রেলে তুই কি আর শুনতে পাস না গহরজান?

অনুপ্রবেশ কুশলেই থাক, বৃষ্টি চিরে রোদ নামলে ডাকবে কোকিল,
দামী রাস্তায় পড়বে আমার কমদামী পা,
চারচাকা তো খেরোর খাতায়, 
মস্তিষ্কে রক্ত উঠে আমি ডুব মারব অসন্তোষে,
পালিয়ে পালিয়ে বেড়ায় খোকা, এই কি আমার আদর্শবাদ?

নরম হয়ে শুনছি তোর আরো নরম গলার স্বর,
অভিমানে কাঁদিয়ে দে না, একশো কোটির ঢল!
ভেজা বেড়ালের রোমের ওপর শিশির গুনছে যে,
তার বুঝি আজ হারিয়ে গিয়েও, হারিয়ে যাওয়ার ভয়?!

Comments

Popular Posts