বিপাশা-৪

পতাকা তোলা বারণ ছিল সে দিন।
দিন কুঁকড়ে গেছিল, 
রাত বসে ছিল জেলখানার পাঁচিলে, প্রেমিকার কান্নার পাশে।

থানার বাইরে কুশপুতুল পোড়ানো, নো চাপ!
ভেতরে পুড়ে যাচ্ছিল শিলংয়ের ভাঙা চার্চ, 
চুর হয়ে থাকা নীরা।

জিগোলোদের কান্নায় ভাঙতে দেখলে হিংসে করে উর্দিরা,
আমার মত হিংসে যদিও নয়,
আমি তো সুযোগ পেলেই দেওয়ালে ঠেসে ধরেছি তোকে।

চরিত্রদের স্থলপদ্ম মার্কা বয়ান শুনি,
গুলিয়ে যায় কোনটা কান্না, 
কোনটা ভাগাড় ঘেঁটে আনা লোকনাথের পাঁজর,

আর কোনটা আমার পতাকা।

Comments

Popular Posts