বিপাশা
দিন মাপিনি, মাপজোকে আমার বেজায় অনভ্যাস।
ফুলকিশোরী এসেছিস তুই নিজের ইচ্ছেমত!
তোর আঁচলে একটুকরো রডোডেনড্রন পেলে,
সত্যি বলছি, বাঁধবনা আমি মনখারাপের রাত!
তোর নীল শাড়ি, আরো নীলচে জাহাজ, সাগর কৈফিয়ত,
হাত রাখিনি সেসব হাতে, যেসব বারণ ছিল।
কানের লতি, ঘুমপাড়ানি জয়পরাজয় গাথা,
আমি তো বলিনি তুই আমার বনলতা!
শৈত্য জমে, কাঁথার ফোঁড়ে পুঁটলি বাঁধা লোভ,
আমারও চেনা হল কোনটা সাদা কোনটা ঝুট।
আমি কিন্তু বলবো না তুই আমার বনলতা,
তাও কি পড়বি নীলপাঁচালী, অল্প গানের সুরে?
Comments
Post a Comment