বিপাশা-৫
বালুরঘাটের চোখ জ্বলছে!
চন্দ্রশিশির অপার মহিমায়,
রানিবেশে সেজে,
বলছে হৃদয়বত্তার দাম।
কান ঘেঁষে বেরিয়ে যাচ্ছে সাঁজোয়া,
আমরা নাভিমূল থেকে জপছি,
"বিপাশা, বিপাশা!"
নলে বারুদ,
নাকি গোপন দলিলে আরো নোংরাবেলার সই?
হাফপ্যান্ট পরা সন্ত্রাস,
আমার পায়ুদ্বারে সংবিধান পুরে দিচ্ছে,
আমার শ্বাসনালী, অন্ননালী জুড়ে গরম পানি
আমার রোমকূপে ফেউ ডাকছে
টিকিধারী, ধ্বজাধারীরা, বুক বাজিয়ে বলছে,
"আমিই শালা ইনকিলাব!"
মুখে রক্ত, ফেনা তুলে,
আমি তাও জপে যাচ্ছি,
"বিপাশা, বিপাশা!"
Comments
Post a Comment