বীক্ষা
রোদবিকেলেরা ঝোলা থেকে রোজ বার করতে থাকে ছেলেবেলা,
নতুন বৃষ্টি ছুঁইয়ে ভেজে সোঁদামাটি-
আরও গভীর কালমেঘলতা অন্বেষণে একাকী সাধু,
ক্লেদ মেখে চোখে,
আমি তোমার বুক বরাবর পাঁচিল তুলে দিই!
বিকেল গড়িয়ে সন্ধ্যা আষাঢ় মাস,
আমার হাত, পা অবশ বিষের ভারে।
একরাশ বাসনায় বিছানায় একাকী তুমি রম্ভা,
আমি চুমু খেয়ে ফেলি নীলচে কোলাহলে!
রাত ঘনায়।
শরীরের রোমকূপ জুড়ে মালাবার বাতাস,
দর্শকাসনে মৌন কালপুরুষ,
তোমার দুই স্তনের মাঝে আমি ঠোঁট দিয়ে এঁকে দিই সমুদ্রচিল!
Comments
Post a Comment