ঈদ
ঠিক যেখানে পা পড়ে তোর, সেইখানেতেই নিকষ কালো ঝিল।
পায়ের নিচে জমছে বিষাদভরা এসরাজ, যত-
অভিমানী সব খোলনলচে,
গাল গড়িয়ে নামছে গভীর শীত!
ঠিক যেখানে উঠছে-নামছে তোর বুক দুখানি,
ঠিক সেখানে নামাজ পড়বে তারা,
যাদের ঘর গিয়েছে চুরি,
যাদের ঘরে ছিদ্রপথে বস্ত্রহরণ রোজ!
তোর হাতে হাত, মুখের স্লোগান শায়েরি তখন,
দ্রোহের স্বর যেন চুপটি করে বসে,
তোর চোখে ঠিক দেখতে পায়,
গুজরাত হয়ে নামছে জলের ফোঁটা।
ঠিক যেখানে শ্বাস নিস তুই,
ঠিক সেখানে,
আমার কাফন নামিয়ে রাখতে বলিস!
Comments
Post a Comment