মিনার্ভাকে
শীর্ষে ধরা আনকোরা জীব, অঙ্ক মেলার ছল,
মুঠোয় বেঁধে রাখছি সাতজন্ম কোলাহল।
করদ রাজ্য তোমার বুকে, পালিশ করা রাত,
প্রতিরোধে অবাক শহর, থেঁতলে যাওয়া হাত!
ডোবালে ঠোঁট তোমার ঠোঁটে, ব্যথায় দুমড়ে যাই,
তোমার শরীরে তুষারপাত, শুষে নেব সবটাই!
এক ঠোঁটে তুমি পুষছ বিষাদ, আরেক ঠোঁটে বিষ!
আবার আবার রাগ জমছে, ঠোঁটের ফাঁকে ঠোঁট,
শরীরকে না জানিয়েই আঙুল বাঁধছে জোট!
খোদার কসম, তোমার ঠোঁটের বিষাদ আছে যত,
আমার ঠোঁটে তুলবো আমি, সিসিফাসের মত!
Comments
Post a Comment