বিষাদ
ছুঁয়ে দেখতে মানা, দূরের খবর পড়ি আমি,
কাছে পেলে তখন আবার দানব হওয়ার ভয়।
সত্যি বলি, অবশ হয়ে আসছিস তুই, আসছি আমি,
শেকড় ঘেঁটে দেখব আমি, এমন শেকড় কই?
পেলব শরীর সস্তা, এবং সাজানো নিলামঘর,
সেসব ছেড়ে ডালিমদানা স্বপ্ন দুঃসহ?
বিষাদ হয়ে কিনে নে আমায় নিলামখানা থেকে!
আমার কাফন নামিয়ে দে তুই কালবেলায়!
চূর্ণ করে পারবি দিতে আমার সারা যৌনজীবন,
নাকি তোর সুতো থাকছে বাঁধা অযোধ্যায়?
লম্বা ইশতিহারে বলতে চেয়েও যেসব কথা দামী,
অক্ষরগুলো ফুসফুসে সব পুরে নেওয়াই শ্রেয়।
তাও, দূর থেকে তুই আদর করিস, যেমন করেছিলি।
কাছে এলে আমারও শালা নিলাম হওয়ার ভয়!
Comments
Post a Comment