বিনা মেঘে
১.
কাঁসার কলসি গলায় বেঁধে ঝাঁপ দেব,
ঝাঁপ দেব ঠিক যেখানে,
নাগকেশর গাছের নিচে,
মেঘলা হয়ে আসছে নেমে,
কংসাবতী!
আমি কি আর জানি,
অত সাদা কেবিনে বসে,
প্রযুক্তি-টযুক্তি?
তবে দু'বিঘা আকাশ কেনার শখ।
২.
আকাশ তুই ধরলি নিজের বুকে,
আঁচল খসিয়ে ডাক দিলি যখন তাকে,
স্তব্ধ বসন্ত আসলো বটে নেমে,
সাথে নামলো বজ্রপাত!
আমায় বানাস অন্ধ সিসিফাস!
আকাশ ছুঁতে পারিনি তাই,
ইচ্ছেঝুলি মরছি খুঁজে মেঘলা বুকে তোর।
তোর বুকে যদি দেখতে পাই বসন্ত,
বজ্র হয়ে আসবো নেমে ঠিক!
৩.
ঝাঁপ দেবো আমি ঠিক যেখানে,
নাগকেশর গাছের নিচে,
তুই মেঘলা হয়ে আসিস নেমে,
কংসাবতী!
অত মন খারাপ কবিতা কেন , এ বয়সে প্রেমের কবিতা লেখে সকলে
ReplyDelete