তোমার কবরজোড়া হাসনুহানার বাষ্প

আমার চোখে,

ঝাপসা ধুলোবালি, কয়েক ফোঁটা, পিচ্ছিল 
দ্রব হয়ে আসে গোটা যাদবপুর আমার হলদে বিছানায়-
শিলংটা ভাগ করে নিই চলো দু'কামরায়, বলেছিলাম কিনা?

এখন মাতাল, গাঁজাখোর, মিসোজিনিস্ট;

কতরকম ট্যাগ।

ছবির পর এপিটাফ, এপিটাফের পর তোমার বকুনি,

আবার রুম-ঝুম বাজিয়ে ঘটিগরম, 
সন্ধেগুলোও ঘরে ডেকে গলা টিপতে চায় আদরের নাম করে।

হাত বেঁধে রাখি,

পাছে তুমি আদর করতে বলো!

ক্যারেক্টার ধরে রেখে রাজনীতির নাটক খেলোনি তুমি?
নাকি দাবানল বলতে নেহাতই একটা পত্রিকা,
খেলো রাজনীতির উত্থান, পতন, তার ফাঁক দিয়ে কয়লা খনি, এবং কারাকোরাম;

এবার একসাথে সবাই মাথাচাড়া দিয়ে উঠছে!

এমআরআই মেশিনে শুইয়ে দিলে যেরকম কলের গান শোনা যায়,
সেরকম বীভৎস,
সেরকম যন্ত্রণার শাল জড়িয়ে আবার কাঁটা-কম্পাস আগলে,
শিলংকে এফোঁড় ওফোঁড় করার মুহূর্তে,

আমিও বুঝি,
আমার মত বোকাচোদার না আসে ফোন, না বাড়ে পালস রেট।


Comments

Popular Posts