শীতার্ত মানুষদের কাছে তুমি নিয়ে যাবে আমাকে?

রবিবাসরীয় মজনু, 
কলিং বেল না কাঠঠোকরা,
ভাবতে ভাবতে মাথায় তোমার খসে পড়ে এক চাঁই রোদ্দুর-

সেই রোদ্দুরে সেঁকে দাও তুমি সব শীতার্ত মানুষদের!


Comments

Popular Posts