অনুষঙ্গ
জলে ভরো-ভরো কলস ছুঁতে ভয় করে না, মৃত্তিকা?
পাতার আগায় বিভূতি
জিভের আগায় পাপ,
পাপে শাপ, আর-
শাপে দুষ্টু মনখারাপ।
মৃত্তিকা,
তুমি আবার কবে, "রেড স্যালুট" বলে ফোন ছাড়বে?!
কর্কশ গাঙচিলদের গল্প শুনবো না বেলা জুড়ে,
শুনবো না দিনবদলের গল্প,
বরং;
গাঢ় গোলাপি প্রলেপ চোখে মেখে,
এসো মৃত্তিকা, আমরা আবার অনুষঙ্গ খুঁজি!?
Comments
Post a Comment