আমাদের মধ্যে যে প্রাণীদের ভিত্তি নড়ে যায় আসমান-জমিন মাপতে গিয়ে,
তাদের ক্লীব ভূমিকায় দেখে অদ্ভুত হাসি পায়।
আমাদের শরীরে যে ধান পাকে, কাটা হয়,
শরীর জুড়ে নিওনের যে খেলা চলে,
তাতে এই প্রাণীদের জায়গা নেই।

তাই সমঝে, তারা
অচেনা সেজে, বাটি হাতে আসে।
আসুক, তাতে ক্ষতি নেই,
কিন্তু বৃহত্তর হারামির দল যখন নেশার খতিয়ান চায়,
তখন আমারও ভিত্তিহীন খবর, চোখ-সমুদ্দুর...

কুত্তার ঘাড়ে আলতো সিগারেটের ছ্যাঁকায় বহুল প্রচলিত স্যাডিস্ট মজা,
বর্ণিল, আরো বর্ণিল বিছানা!

মেঘের ফাঁকে রোদ এসে তোমার বিছানায় যে নকশা কেটে যায়,
সেই নকশায় এরা চিনেছিল ধানী জমি,
ঠিক কোথায় কত ঘড়া মোহরের গন্ধ,
কোথায় পীরবাবার মাঠে পোঁতা আছে অবাঞ্ছিত ভ্রূণ,
সব আয়ত্তে এনে এরা জ্বরের ভান করে।


আমি কলমে তুলে নিই, কলমে তুলে নিই এদের...
পাপের বাপ, পাপের মা,
আমায় ছুঁস না ময়ূরপঙ্খীবর্ণ রাতে...
ডুবে যাই, আমিও,
ক্লীব হয়ে, জ্বর গায়ে,
আরো, আরো রোদে...
আরো অনেক অনেক রোদে....

Comments

Popular Posts