বেদনা ছায়ায় ঘনায় অবাক মৃত্যু,
নীরবে চোখের কোলে সহ্যক্ষমতা,
বেবাক পদস্খলন হয়ে যায় অনাদি রাত্রির।
একক স্তবপাঠে আমি ছায়া হয়ে লেগে আছি জমিনে,
হাতের ধমনী দপদপ করছে প্রেতাত্মা ভর-করা তারার মতো -
নীল, নীল; আরো নীল পাটক্ষেতের প্রান্তরে
জ্বলছে তারাবাতি,
সাইনবোর্ড, কিংবা লিঙ্গপরিচয়ের নারকীয় থিয়েটার।
একক লব্জে আমি স্থায়ী হয়ে আছি কালীয়দমন পালায়।
Comments
Post a Comment