দেবীকে, অসমাপ্ত
স্বপ্ন, নাকি অবাক মৃত্যু দিবি?
জন্ম নিতে দহন পাখির, অজান্তেই
শীতমোড়কে একবার নয়, বারংবার,
রোমন্থনে দুঃখ পালন তোর।
যে বন্দরে আনকোরাদের জাহাজ ভেড়ে না,
তেমন জাহাজঘাটা ছুঁয়েছি আমি, অজান্তেই,
তোর ভেতরেও অনেক পেলব সোহাগশরীর,
আবার তুই করবি আমায়, তারই জন্মদাস?
জন্ম, নাকি অবাধ চলন তার?
এরশাদ কি আসবে আকাশভাঙা?
এই ক্লান্ত মাটি, ক্লান্ত মাটির ঘ্রাণ,
বলেনি তোকে, মিথ্যে যাপনকথা?
মিথ্যে পেরিয়ে আরো মিথ্যের দল,
আমার শিরায় ভরে অন্য বেদের শ্লোক,
সোহাগ করে বাঁধন আলগা হলে,
ঘৃণায় রাখিস মাটির নিঝুম চোখ?
Comments
Post a Comment