আমি যাপনের ইতিহাস ব্র্যাকেটে রেখেছি।

গোপন অভিসারের নিরেট গদ্যের পাশে,
প্রকাশ্য চুমুর কবিতাও রেখেছি,
ব্র্যাকেটে।

দেওয়ালে ঠোঁট রেখে জ্যোৎস্না-গন্ধী গাল চেয়েছি,
কিন্তু ব্র্যাকেটে লিখে দিয়েছি বুকের ওম।

দাঁড়ি, কমা, সেমিকোলনের ঔৎসুক্য ম্লান করে,
অন্ধকারের কালপুরুষের মত উজ্জল হয়ে আছে,
ব্র্যাকেট নোটেশনে যত পুঁজি ঢেলেছি,
সব।

Comments

Popular Posts