১.

সহজ করেই বাঁধছি ঘর,
ভয় জমেছে তিন বছর,
অন্ধ চোখে খুঁজব জানি,
অকবিতার হাফশহর।

শিকারি, তাই করছি সাঁট,
বিকিয়ে গেছে রাজ্যপাট,
বলছে চুমু, অতঃপর,
আমার ঘরের নেই যে ঘর।

পথ যদি যায় এবার চুরি,
কোন ব্যথাকে পুষবো বল?
একটা নদী, চারণকবি,
তাকেই বলে রঙমহল!

২. 

এই বৃক্ষ শিকড়হীন,
হৃদয়হীন, শব্দহীন,
শুধু চোখ পড়ি রাত্রিদিন,
পড়েই চলি অনর্গল!

তাই ঘর বাঁধছি গাছ পুষতে,
এ গাছ তবু পোষার নয়,
পরগাছা কী বৃক্ষ চেনে?
চিনতেও কী করবে ভয়?

কে পরগাছা, গুলিয়ে গেছে?
যাক গুলিয়ে। গুলিয়ে যায়।
সব অপ্রেম শব্দ পায়,
বহুমূল্য নগ্নতায়।

Comments

Post a Comment

Popular Posts