এমন হারিয়ে যাওয়ার রাতে,
আমি জ্যোৎস্নায় দেখি, রাস্তা পার করে অলৌকিক ময়ূর।

কাদা পায়ে ছুট দিই।

আরো দূরে দূরে হারিয়ে যেতে-
এমন হারিয়ে যাওয়ার রাতে,
আমি অন্ধকারের বীভৎস চোখ দেখি,
দেখি নরম ঘাসে পোকাদের ইকিড়মিকিড়।

কোন খবর পেয়ে পোকাগুলো বেরিয়ে আসে, জানি না।
শেষরাতে কুকুরগুলো করুণ সুরে গোঙাবে,
আমি তার আগেই ঘুমিয়ে পড়ার চেষ্টা করি।

এত গভীর ঘুম ঘুমোনোর চেষ্টা করি, যাতে -
তারাদের কাপড়ে বেঁধে ফেলার দৃশ্য দেখতে না হয়।

এমন হারিয়ে যাওয়ার রাতে,
আমাদের ভালবাসতে ইচ্ছে হয়।

Comments

Popular Posts