এখন ক্ষুর হয়ে যেতে ইচ্ছে করে খুব,
উত্তপ্ত মিছিলে, উর্দির পেছন থেকে এসে,
আলতো করে গলায় চুমু খাব।
ভেজা রাতে, বিছানায় নগ্ন প্রেমিকাকে দেখে,
আমার বিপ্লব মনে পড়তো।
প্রতি খুনের পর মনে হত পালিয়ে যাই।
কিন্তু পাহাড়, সমুদ্র, মরুভূমি, প্রেমিকার বুকের ভেতর...
সব জায়গায় তাজা রক্ত দেখে,
মুখে জড়ানো ফেনা, আর কোটর থেকে বেরিয়ে আসা চোখ দেখে,
আর মুন্ডুহীন নবজাতকদের মিছিল দেখে,
আর রিফিউজি ক্যাম্পে চিকেনপক্স,
আর বিশ্ববিদ্যালয়ে আমাদের তথাকথিত আচার্যদের অপরিসীম ঢ্যামনামো দেখে,
আর, আর...
আর নিজের ক্লীব জড়তা দেখে,
আমার এখন ইচ্ছে করে...
আমি নাইলন কর্ড সেজে এতদিন লটকে ছিলাম সিলিং ফ্যানে।
এখন ইচ্ছে করে,
শুয়োরের বাচ্চাদের গলা জড়িয়ে ধরে,
জমি থেকে স্রেফ তুলে নেব হারামিদের।
Comments
Post a Comment