সান্ধ্যসায়রে বসে ছিল অর্জুন,
ডাল মেলে দিয়েছিল সায়রের কালো জলে-
নীলঘর থেকে বেরোয়নি মাতলা,
আসেনি অশরীরী হরিণের দল।


Comments

Popular Posts