অসমাপ্ত
অনেক গভীর ঘুম ভেঙে যায় ঝর্ণার ডাকে।
অলৌকিক ঝর্ণা,
পাশে অলৌকিক একটি পরী,
একটি মানুষ।
আমার গোড়ালি অব্দি কাদামাটি....
কাদামাটি...
তুমি কেন পাপ হবে?
ঝর্ণা টপকে অর্জুন গাছ, দিগন্তবিস্তৃত জলাশয়।
অর্জুনের ডালে বসে থাকে ভেনাস!
এপাশে ঝর্ণার জল কাঁপছে,
কাঁপছে!
আজকে রাতের রাজা, হয়েছে সে মৃত্যুঞ্জয়!
ঝর্ণা,
তুমি কেন পাপ হবে?
Comments
Post a Comment