আমার বন্ধু গিটারে সুর তোলে কখনও কখনও।
সাথে গুনগুন করে।
ওর একটা গান আছে, 
মানে বলা ভালো খালি সুর আছে;
ও এখনও গানের কথা খুঁজে পায়নি।
শুধু ঐ সুরটা ভেঁজে যায়,
বলে,
যেদিন গানের কথা খুঁজে পাবে, ওই সুরে বসিয়ে দেবে।

কিন্তু আমি জানি ও গানের কথা হয়ত কোনোদিনই খুঁজে পাবে না।

কত রথী-মহারথীরা খুঁজে পায়নি!

আমাদের গান আকাশের চাঁদ গলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
ক্ষমতা রাখে চাঁদের রূপালী হরণ করার।

আমাদের একপাশে মরুভূমির ম্লান, 
অন্যপাশে অতৃপ্ত মহানগরীর কোলাহল,
আমরা গিটার হাতে এক দোজখ থেকে অন্য দোজখ হেঁটে চলি।

Comments

Popular Posts