ইয়া আল্লাহ্, ঈশ্বর,
এই মৃত মহাদেশে,
তুমি বিচ্ছেদ বই কিছু দিলে না?
ইয়া আল্লাহ্,
তামাম দুনিয়ার মালিক,
আমার বড় আদর খাবার, আদর করার ইচ্ছা হয়,
বাঁজা জমিনে ধুলোর জামা পরালে,
আমায় রঙ্গ দেখালে কত।
আমার দেহজমিন চাঁদরঙা ইলিশগন্ধী বটে,
একটা মানুষ কি আমারও থাকতে নেই গো?
জোনাক আমায় নিয়ে যাচ্ছে রাতের শিউলির দিকে,
বুকফাটা কান্নার মত করুণ, করুণ শিউলি,
হাসপাতালের নীরব শিউলি,
আমার মরা দাদাটার মত নীরব, নীরব শিউলি,
ইয়া আল্লাহ্,
তামাম দুনিয়ার মালিক,
দু ফোঁটা রোদ্দুর আমার শরীরে দিলে তুমি কি গরীব হয়ে যেতে?
Comments
Post a Comment