এই আঁধারে আমায় ফেলে রাখলি কেন?
আমার খুব ঠাণ্ডা লাগে।
আমার খুব ঠাণ্ডা লাগে।
এই প্রান্তর এপাশ ওপাশ বাবলা গাছ, মহুয়া গন্ধ-
স্বপ্নে দেখা নদী,
নদীর পারে কাশবন, 
শেয়ালের ডাকে মুহুর্মুহু কেঁপে ওঠে হাতের চুড়ি, চোখের কাজল-
আমায় ফেলে রাখলি কেন?
ফিরিয়ে নে। ফিরিয়ে নে।

Comments

Popular Posts